পঞ্চগড়ে পৃথক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এগারো মাইল এলাকায় বোদা-ঠাকুরগাঁও মহাসড়কে ও পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় এ পৃথক ঘটনা ঘটে।
নিহরা হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খলিশাকুড়ি মাস্টাপাড়া এলাকার ছবিলাল বর্মনের স্ত্রী কমলা রানী (৬০)। এ সময় আহত হয়েছেন কমলা রানীর ছেলে বাসুদেব বর্মন (৩৫)।
এদিকে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় নিহত জীব মোবাশ্বের (১২) জগদল সন্ন্যাসী পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। একই সময় আহত হয়েছেন জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ গ্রামের মো. আলমের ছেলে সোলাইমান (২৫)।
পুলিশ জানায়, বিকেলে মা কমলা রানী ও ছেলে বাসুদেব মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন। আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এগারো মাইল এলাকায় পোঁছালে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় এবং আহত হন ছেলে।
এদিকে, জীম ও সোলাইমান রাস্তা পার হওয়ার সময় এক ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন আহত হন। আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেবীগঞ্জে জীম মোবাশ্বের মৃত্যু বরণ করেন। অপর আহত ব্যক্তিকে রমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এসআরএস