ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

জাতীয়

গোপালগ‌ঞ্জে জ‌মি‌তে পা‌নি দেওয়া‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ষে নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
গোপালগ‌ঞ্জে জ‌মি‌তে পা‌নি দেওয়া‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ষে নারী নিহত 

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারীসহ ১০জন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার নিজামকা‌ন্দি ইউনিয়‌নের তেঁতুলবাড়ি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।
নিহত শিলা বেগম ওই গ্রা‌মের কাওসার মোল্লার স্ত্রী।  

এ ঘটনায় উভয়পক্ষের গুরুতর আহত মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাড়িয়াকে (৩০) গোপালগঞ্জ ২৫০ শয‌্যা বি‌শিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে বোরো ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৮টার দিকে শাহিদ মোল্লার লোকজন কাওসার মোল্লার লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের তিন নারীসহ ১১ জন আহত হয়। গুরুতর আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।