ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

কালাবদরে জাটকা নিধনে বাধা, অভিযানিক দলের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
কালাবদরে জাটকা নিধনে বাধা, অভিযানিক দলের ওপর হামলা

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে জাটকা নিধনে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছে অভিযানিক দল। একইসঙ্গে অসাধু জেলেদের হামলায় অভিযানিক দলের দুই লেবারসহ আরও একাধিক ব্যক্তি কমবেশি আহত হয়েছেন।

 

এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বিভাগের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ ৯৪ জনের নামে মেহেন্দিগঞ্জের কাজীর হাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে নয়জন নামধারী ও ৮৫ জন অজ্ঞাতপরিচয়।  

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আজ সকালে মোল্লা এমদাদুল্যাহর নেতৃত্বে কোস্টগার্ড উলানিয়া (মেহেন্দিগঞ্জ) ও হিজলা, উপজেলা মৎস্য দপ্তরের টিম হিজলা ও মেহেন্দিগঞ্জ নদীতে দুটি সরকারি স্পিডবোট নিয়ে নদীতে টহল দিচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর সংলগ্ন কালাবদর নদীর ইলিশ অভয়াশ্রমে বাঁধাজাল, মশারি জাল ও পাইজাল দিয়ে জাটকা নিধনের চেষ্টাকালে অভিযানিক দল তাতে বাধা দেয়। সেই নিষেধ অমান্য করে অসাধু জেলেরা অভিযানিক দলের ওপর ইট-পাটকেল, লাঠিসোটা এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে মামলার আসামিরা হামলা চালায়।  

হামলায় অভিযানিক দলের সাথে থাকা লেবার নবীন হাওলাদার ও রুবেল সরদারসহ একাধিক ব্যক্তি আহত হয়। পরে অভিযানিক দলের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং আহত লেবার নবীন হাওলাদার ও রুবেল সরদারকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সুজন হাওলাদারকে পরবর্তীতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে হামলার ঘটনায় কাজীরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি বলে জানিয়েছেন কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মৎস্য সংরক্ষণ অভিযানের আওতায় সকাল সাড়ে আটটার দিকে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালকের নেতৃত্বে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কোস্টগার্ড সদস্যরা কালাবদর নদীতে টহল দিতে যায়। এ সময় কালাবদর নদীর ইলিশ অভয়াশ্রমে জালিয়াকান্দা এলাকায় নিষিদ্ধ বাঁধাজাল, মশারীজাল ও পাইজাল দিয়ে জাটকা শিকাররত অবস্থায় দেখতে পায়। তখন তাদের নিষেধ করলে ৮০/৯০ জন নারী-পুরুষ হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল, লাঠিসোটাসহ বেআইনি অস্ত্র নিয়ে হামলা করে। তাদের নিক্ষিপ্ত ইটে সরকারি স্পিডবোটে থাকা শ্রমিক রুবেল সরদারের মুখের ওপর পড়ে। এতে তার একটি দাঁত পড়ে গিয়ে রক্তাক্ত জখম হয়। আরেকটি ইট এসে শ্রমিক নবীন দেওয়ানের মাথার ওপর পড়ে। এতে নবীনও গুরুতর আহত হয়। এরমধ্যে রুবেলকে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীনকে মেহেন্দিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বিভাগের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ বাদী হয়ে কাজীরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।