লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে মেয়াদোত্তীর্ণ ও তারিখ বিহীন নিম্নমানের পণ্য মজুদ ও বিক্রির অপরাধে মো. বাহার হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত বাহার দালাবাজারের কালু মিয়ার ছেলে এবং মেসার্স আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোরের প্রোপাইটর। অভিযানে ওই প্রতিষ্ঠান কর্তৃক ক্ষতিকর হাইড্রোজ মজুদ করার অপরাধে একটি গুদাম সিলগালা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে সদর উপজেলার দালাল বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও উৎপাদনের তারিখ বিহীন নিম্নমানের পণ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মো. বাহার হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ক্ষতিকর হাইড্রোজ মজুদ করার অপরাধে একটি গুদাম সিলগালা করা হয়।
এদিকে এদিন সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাটের একটি দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অনুমোদনহীন পণ্য বিক্রি করায় মো. আনোয়ার হোসেন নামে আরেক ব্যবসায়ীর তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএ