ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিবের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিবের দাফন সম্পন্ন

ঝিনাইদহ: দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিবের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ মার্চ) বাদ জোহর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এর আগে মরহুমের গ্রামের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

জানা যায়, আলী হাবিব ১৯৬৪ সালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ব্যাংকার আলফাজ উদ্দীন। আলী হাবিব দৈনিক জনকণ্ঠে সম্পাদকীয় সহকারী হিসেবে যোগদান করেন ১৯৯৩ সালে। পরে ২০০১ সাল থেকে সহকারী সম্পাদক ও ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘রঙ্গভরা বঙ্গদেশ’ ও ‘ঝিলিমিলি’ ফিচার পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন। তিনি দৈনিক কালের কণ্ঠে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময় কালের কণ্ঠের উপসম্পাদকীয় বিভাগে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতেন। ২০২৪ সালের ৩১ জুলাই প্রকাশিত ‘এই ক্ষত সারাবে কে’ শিরোনামের উপসম্পাদকীয়তে তিনি সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করেন।  

এ ছাড়া ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত ‘তরুণরা বাংলাদেশকে শিল্প বিপ্লবের নেতৃত্বে নিয়ে যেতে পারবে’ শিরোনামের উপসম্পাদকীয়তেও তিনি তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখেন। পরে রাত পৌনে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মঙ্গলবার রাতেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কম্পাউন্ডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

** কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।