ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুর্ঘটনাকবলিত ট্রাক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা আলু বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী চাল বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চাল বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং চালকের সহকারী গুরুতর আহত হন।  

অপর ট্রাকের চালক এবং সহকারী আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।