নেত্রকোনায় জেলার প্রাণিসম্পদ অফিসের ইউনিয়ন পর্যায়ের এআই টেকনেশিয়ান কর্মীরা চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতনভাতাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
পরে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।
ঈদের আগেই ১৮ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে সংগঠনের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক কবীর আহমেদসহ ভুক্তভোগী এআই কর্মীরা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরএ