গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন ডাকাত সদস্যরা। এ সময় এলাকাবাসী দুই ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে হাটুরিয়াচালা এলাকায় বড়ইবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ী হলেন- কালিয়াকৈর উপজেলার গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে সজিব হোসেন (৩৮)। তিনি মাটি সরবরাহকারী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেলযোগে হাটুরিয়াচালা বাজারে যাচ্ছিলেন মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া। একপর্যায়ে তারা বড়ইবাড়ী সড়কের হাটুরিয়াচালা বাজারের কাছে পৌঁছানোর আগেই একদল ডাকাত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় সজিব হোসেন ও রয়েল মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ডাকাতরা ধাওয়া করে সজিব হোসেনকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সজিব হোসেন মারা যায়। এ সময় তার সঙ্গে থাকা রয়েল মিয়া পালিয়ে গিয়ে ডাক চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী গিয়ে ধাওয়া করে দুই ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতদের হাতে এক মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই সময় এলাকাবাসী দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫।
আরএস/জেএইচ