ঢাকা, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা: নানা সরঞ্জাম ও নগদ অর্থসহ এক প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানায়নি।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থসহ একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমএমআই/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।