নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আমিন মিয়ার মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্য জনের লাশ হাসপাতালে আনা হচ্ছে। দুজন নিহতের ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের লোকজন। ঈদকে সামনে রেখে শুক্রবার ভোরে তারা এলাকায় উঠতে চাইলে প্রতিপক্ষ হাজী সামসু মেম্বারের সমর্থকরা ককটেল, দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম, দা, ছুরি নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, দুপক্ষের দ্বন্দ্বে এক পক্ষ এলাকা ছাড়া ছিল। শুক্রবার সালামের পক্ষের লোকজন এলাকায় ঢুকতে গেলে সংঘর্ষ বাধে। এতে দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এসআরএস