ঢাকা, শনিবার, ৭ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

জাতীয়

খুলনায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার মুকুল

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
খুলনায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার মুকুল

খুলনা: খুলনায় চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নাজমুল হক মুকুল (৫৪)।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফারাজিপাড়া রোড এলাকা থেকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ( এসআই) মো. গোলাম মোস্তফা জানান, এমডি সালাম খান নামে এক বক্তি তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে মুকুল গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, ফারাজিপাড়ার বাসিন্দা মুকুল ছিলেন ফ্যাসিস্ট হাসিনার চাচাতো ভাইদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। শেরে বাংলা রোডের শেখবাড়িতে তার নিয়মিত যাতায়াত ও ভাইদের ওপর দারুণ প্রভাব ছিল। এ বাড়ির অনেক কিছুর দেখভাল করতেন তিনি। গত বছরের ৪ ও ৫ আগস্ট ছাত্র জনতার রুদ্র রোষের শিকার হয়ে শেখবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়। এ সময় মুকুলও কিছুদিন গা ঢাকা দিয়ে থাকেন। স্বল্প সময়ের মধ্যে ফিরে এসে নিজ উদ্যোগে বাঁশ ও টিন কিনে শেখবাড়ির দুটো দরজায় আটকিয়ে বাড়িটি সংরক্ষিত করেন।

এছাড়া ময়লাপোতা মোড়ে বাইতুল আমান জামে মসজিদ কমিটির নির্বাহী সদস্য ছিলেন এ মুকুল। কমিটির সভাপতি পতিত হাসিনার চাচাতো ভাই খুলনা সদর আসনের সাবেক এমপি সেখ সালাহউদ্দিন জুয়েল।

আওয়ামী লীগ সরকার পতনের ৭মাস পরেও এ কমিটি ভাঙার সাহস হয়নি কারো। এ বিষয়ে কেউ মুখ খুললে জীবননাশের হুমকি দেওয়া হতো। ২০ মার্চ বৃহস্পতিবার সভা আহ্বান করা হলে শেখবাড়ির অনুসারি নাজমুল হক মুকুল ও মোহাম্মদ আলী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কমিটি ভাঙার কোন চেষ্টা করা হলে ভয়াবহ পরিণতি হবে। মসজিদ কমিটির অন্যান্য সদস্যরা মিটিং করে আগামী ১০ এপ্রিল সাধারণ সভায় দিন নির্ধারণ করেন। ওই দিন মসজিদের নতুন কমিটি গঠন হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা,  মার্চ ২১,  ২০২৫
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।