ঢাকা, শনিবার, ৭ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজন নিহত

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত দুজন হলেন চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)।

তাদের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত এলাকার বাইরে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সালামের লোকজন। ঈদকে সামনে রেখে আজ ভোরে তারা এলাকায় উঠতে চাইলে প্রতিপক্ষ সামসুর সমর্থকরা বাধা দেয়। এ সময় দেশীয় টেঁটা, বল্লম, দা, ছুরি, ককটেলসহ অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, দুইপক্ষের দ্বন্দ্বে এক পক্ষ এলাকাছাড়া ছিল। আজকে সালামের পক্ষের লোকজন এলাকায় ঢুকতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুইজন মারা গেছেন।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।