বান্দরবান: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাঙ্গাঝিরিতে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত গৃহবধূর নাম তৈয়বা বেগম (৫০)।
সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম রাতে বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়,পরে তিনি ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চায়।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাশরুরুল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
জেএইচ