ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, লু হাওয়ায় জীবন হাঁসফাঁস 

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, লু হাওয়ায় জীবন হাঁসফাঁস 

রাজশাহী: মধ্য চৈত্রেই তেতে উঠেছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। গ্রীষ্মের আগেই যেন অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি।

 

গত দুদিন ধরে রাজশাহীতে হঠাৎই বয়ে যাচ্ছে লু হাওয়া। তীব্র সূর্য দহনে শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩টায় রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর এটিই ছিল চলতি মৌসুমে ধারণ করা রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা।

তাপমাত্রার এমন উচ্চগতিতে তাই হাঁসফাঁস করছে জনজীবন। অসহনীয় অস্বস্তিতে পড়েছে পশু-পাখিও। দুপরে রাস্তা-ঘাটে মানুষজনের আনাগোনা কমে যাচ্ছে। রমজানের শেষভাগে এসে এমন প্রখর তাপমাত্রায় রোজাদারদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। তীব্র খরায় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। হঠাৎ করেই মাঝারি তাপপ্রবাহে শুকিয়ে ঝরে যাচ্ছে গাছের আমের মুকুল ও আগাম গুটি।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) রহিদুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৮ মার্চ) বেলা ৩টায় রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর এটিই ছিল চলতি মৌসুমে ধারণ করা রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত শনিবার (১৫ মার্চ) বেলা তিনটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বর্তমানে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ্রবাহ বয়ে যাচ্ছে।  

এমন অসহনীয় তাপমাত্রা অব্যাহত থাকার পাশাপাশি আরও বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের এ কর্মকর্তা জানান, সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি থাকলে তাকে মৃদু তাপদাহ, ৩৮ থেকে ৪০ পর্যন্ত মাঝারি তাপদাহ, ৪০ থেকে ৪২ পর্যন্ত তীব্র তাপদাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠলে সেটিকে অতি তীব্র তাপদাহ বলা হয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।