ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীর যাত্রীর কাছে নেওয়া হয়েছিল কক্সবাজারের ভাড়া!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
ফেনীর যাত্রীর কাছে নেওয়া হয়েছিল কক্সবাজারের ভাড়া!

রাজশাহী: একজন যাত্রী রাজশাহী থেকে ফেনী যাবেন। কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া এক হাজার আটশ টাকা।

অথচ নিয়ম অনুসারে ভাড়া নেওয়ার কথা ছিল এক হাজার তিনশ ৬১ টাকা। আজ সরেজমিন অভিযানে নেমে এমন ঘটনা জানার পর গ্রামীণ ট্রাভেলসকে পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন হাতেনাতে প্রমাণ পেয়ে এ জরিমানা করেন।

শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে তিনি বিভিন্ন বাসের কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশনা দেন।

পরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, শেষ মুহূর্তের এই ঈদ যাত্রায় অনলাইনে ভাড়া বেশি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তাই যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নিতে বাস রাজশাহীর সংশ্লিষ্ট বাস কাউন্টারগুলোকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন আরও বলেন, ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এ অভিযান পরিচালনা করা হলো। সড়ক পরিবহন আইনের ৩৪ ধারা অনুযায়ী প্রতিটি বাসের ভাড়া প্রদর্শন করে তার তালিকা টানানো থাকবে এবং কোনোভাবেই বাড়তি ভাড়া নেওয়া যাবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।