নীলফামারী: পবিত্র ঈদুল ফিতরে দর্শনার্থীদের বিনোদন দিতে প্রস্তুত ‘ভিন্নজগত’। এখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডসহ আছে নানা আয়োজন।
নীলফামারীর সৈয়দপুর-রংপুর মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিনোদন পার্ক ভিন্নজগত। এটির অবস্থান রংপুরের গঙ্গাচড়ার গঞ্জিপুরে। এখানে পিকনিক করার মতো স্পট রয়েছে। আছে শিশুদের নানা ধরনের রাইড। রয়েছে কৃত্রিমভাবে গড়ে তোলা তাজমহল, মিশরের পিরামিড, মস্কোর ঘণ্টা ও নান্দনিক স্থাপনা। আছে কেনাকাটার জন্য নানা ধরনের দোকানপাট ও খাবার হোটেল। বনভোজনের মৌসুমে প্রতিদিন এ বিনোদন পার্কে গাড়ি আসে ৩০০-এর ওপরে। সেই হিসেবে প্রতিটি গাড়ি চার হাজার হিসাবে পিকনিকের বাস থেকে আয় হয় ১২ লাখ টাকার মতো। এ ছাড়া মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইক ও হাঁটা মানুষের কাছ থেকে আয় করছে পার্কটি।
এখানে উল্লেখযোগ্য রাইডের মধ্যে রয়েছে- সুইং চেয়ার, ভূতের জগত, বুল রাইড, আলীবাবা গুহা, বাম্পার কার, বিমান ভ্রমণ, টুইস টার ইত্যাদি। রয়েছে সাঁতার কাটার জন্য বিশাল সুইমিংপুল। প্রাকৃতিক ঝর্ণা, লেকে স্টিমার চড়ার অভিজ্ঞতা। থরে থরে সাজানো হয়েছে কৃত্রিমভাবে আপেল, কলা, পেঁয়ারাসহ নানা রকমের ফল। আছে কৃত্রিম হাতি পাল। ঈদ উৎসবে ছবি তোলার জন্য রয়েছে নানা দৃশ্যপট।
রংপুরের মিঠাপুকুর থেকে পিকনিক করতে আসা স্কুলশিক্ষক মোজাহার আলী জানান, এক কথায় এই বিনোদন পার্কটি অপূর্ব ও অতুলনীয়। এখানে পিকনিক করার পাশাপাশি শিশু-কিশোরদের বিনোদন দেওয়ার জন্য রাইড রয়েছে। আছে থাকার মতো কটেজ, যা এক কথায় অনন্য বলা চলে। ঈদ আনন্দে ছেলে-মেয়েদের নিয়ে এই পিকনিক স্পট পদচারণায় মুখরিত হয়ে উঠবে। পরিবেশ খুব ভালো ভিন্নজগতের।
বিশাল সুইমিং পুলে সাঁতার কাটবেন আসা দর্শনার্থীরা। সারি সারি গাছ বিনোদন পার্কে কিছুটা হলেও প্রশান্তি মেলে। রয়েছে বড় আকারের প্ল্যানেটেরিয়াম। প্ল্যানেটেরিয়াম এমন একটি জায়গা যেখানে রাতের আকাশ কেমন দেখতে লাগে তা একটি ভবনের ভেতরে বসেই দেখা যায়। এটি একটি মহাকাশ চর্চা কেন্দ্র ও জাদুঘর। আশ্চর্য এ জিনিসটি দেখতে কৌতূহলের শেষ নেই। রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ। যেখানে একসঙ্গে অনেগুলো মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ঘোড়ার গাড়িতে চড়ে হারিয়ে যেতে পারেন অতীতের দিনে।
সবমিলে এ বিনোদন পার্কে উপচে পড়া ভিড় আনন্দে আত্মহারা হবেন মানুষ। সেখানে পিছিয়ে থাকবে না শিশু-কিশোররাও। হৈ-হুল্লোড়ে কাটাবেন ঈদের দিনগুলো। এজন্য অনেকেই কটেজের জন্য আগাম বুকিং দিয়েছেন।
বাংলাদেশ সময: ০৭১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আরবি