কুমিল্লা: গত ৪ আগস্ট কুমিল্লা মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২৯ মার্চ) দিনগত রাত ১১টায় কুমিল্লা সদর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার বাসিন্দা মাছুম বিল্লালের ছেলে সাইদুল বাশার ও বুড়িচংয়ের ময়নামতি ফরিজপুর গ্রামের মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত যুবকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের দুজনের বিরুদ্ধে দুটো করে মামলা রয়েছে। তাদের রোববার আদালতে তোলা হবে।
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আরএ