ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেশি দামে মাংস বিক্রি করায় ৭ কসাইকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, মার্চ ৩০, ২০২৫
বেশি দামে মাংস বিক্রি করায় ৭ কসাইকে জরিমানা

লক্ষ্মীপুর: নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় লক্ষ্মীপুরের কমলনগরে সাত কসাইকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (৩০ মার্চ) দুপুরে উপজেলায় হাজির হাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাতুজ জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

 

জরিমানাপ্রাপ্তরা হলেন, হাজির হাট বাজারের মাংস ব্যবসায়ী জয়নাল আবেদিন, মো. জসিম, বেলায়েত, আমির হোসেন, ইদ্রিস, জহির ও মাইন উদ্দিন।  

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুজ জামান বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।