ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, মার্চ ৩০, ২০২৫
বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচি

বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।   সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

রাজধানী ঢাকার অন্যান্য এলাকার মতো বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ)-এ সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এরপর উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) সকাল ৭টা ১৫ মিনিট, এফ ব্লক জামে মসজিদে ৭টা ৩০ মিনিট, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) ৭টা ৪৫ মিনিট, মদিনাতুল উলুম-এ (কে ব্লক) ৮টা, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সাড়ে ৮টা, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আল আকসা জামে মসজিদে (আই ব্লক) সকাল ৭টা ১৫ মিনিট, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) ৭টা ৪৫ মিনিট, এল ব্লক জামে মসজিদে (এল ব্লক) ৮টা ১৫ মিনিট, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) ৮টা এবং বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সকাল সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।