ঢাকা: ইট-কাঠের ব্যস্ত জীবনে দু-দণ্ড প্রকৃতির সানিধ্য পাওয়ার ফুসরত নেই রাজধানীবাসীর। তাইতো প্রতি বছর ঈদের সময় পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন পার্ক ও উদ্যানে ছুটে যায় নগরবাসী।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সন্ধ্যায় হাতিরঝিলে গিয়ে দেখা যায়, কেউ পরিবার নিয়ে, কেউ প্রিয়তমাকে নিয়ে, কেউবা আবার বন্ধুবান্ধবের সঙ্গে হাতিরঝিলে ঘুরতে এসেছেন। সন্ধ্যার আলো আধারিতে ঝিলের পাড়ে বসে কেউ গল্প করছেন, কেউ ছবি তুলছেন, কেউবা আবার ঝিলের পাড় ধরে হাঁটাহাঁটি করছেন।
সারা দিনের তীব্র গরমের পর সন্ধ্যায় জলাধারের শীতল বাতাস দর্শনার্থীদের মন জুড়িয়ে দিচ্ছে। কেউ কেউ আবার নৌকায় করে আনন্দ ভ্রমণে বের হচ্ছেন।
স্থানীয় ও হাতিরঝিলে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, অন্যান্যবারের তুলনায় এবার হাতিরঝিলে মানুষ কম ঘুরতে এসেছে। তবে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হওয়ায় অনেকে দূর-দূরান্ত থেকেও অনেকে এখান ঘুরতে এসেছে।
তেমনি একজন রাকিব হোসেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে হাতিরঝিল ঘুরতে এসেছেন তিনি। তিনি বলেন, বিকালে বন্ধুদের নিয়ে ৩০০ ফিট ঘুরতে বের হয়েছিলাম। সেখান থেকে হঠাৎ করে হাতিরঝিল আসার পরিকল্পনা করি। তারপর সবাই মিলে এখানে চলে আসি। এখানে বেশ ভালো ঠাণ্ডা বাতাস আছে। ঈদের সন্ধ্যাটা ভালোই কাটলো।
এদিকে হাতিরঝিলে নৌকায় আনন্দ ভ্রমণের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। সে নৌ ভ্রমণে অনেক দর্শনার্থীকে লাইন ধরে টিকেট কাটতে দেখা যায়। তেমনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসিফ ফয়সাল৷ রাজধানীর বাংলামোটর থেকে পরিবার নিয়ে এসেছেন তিনি। আসিফ বলেন, এবার ঈদে বাড়ি যাইনি। তাই পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি। সন্ধ্যায় সবাই মিলে নৌকায় চড়লাম। দারুণ লেগেছে।
হাতিরঝিলে সাধারণ সময়ে নৌকায় করে বিভিন্ন গন্তব্যে যাওয়া যায়। তবে ঈদে সেটি বন্ধ রয়েছে। তার পরিবর্তে ৮০ টাকা করে ৩০ মিনিটের জন্য নৌ ভ্রমণের সুযোগ করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এসসি/এমএম