হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সন্ধ্যায় উপজেলার সুরমা চা বাগানের ভেতরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান।
আহত হলেন- জেলার বাহুবল উপজেলার ডুবারায় গ্রামের রাজু মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতবর্গ গ্রামের নয়ন দাস (৩১) ও একই গ্রামের বলরাম দাস (৩৫)।
ওসি বলেন, রাজু, নয়ন ও বলরাম একটি মোটরসাইকেলে করে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে যাচ্ছিলেন। সুরমা চা বাগানে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে রাজুকে ঢাকায় ও অন্য দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা সূত্র জানায়, মোটরসাইকেল আরোহীরা ঈদের দিনে ঘুরতে গিয়েছিলেন। চালক বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার করে মাধবপুর থানায় নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
আরএ