ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

এই রমজানে নিউজটোয়েন্টিফোর ডিজিটালে বিলিয়ন ভিউজ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
এই রমজানে নিউজটোয়েন্টিফোর ডিজিটালে বিলিয়ন ভিউজ

গেল মার্চ মাসে পবিত্র মাহে রমজানে নিউজটোয়েন্টিফোর ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ মাসে নিউজটোয়েন্টিফোরের ডিজিটালের ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলগুলোতে মোট এক বিলিয়ন ভিউজ এবং দুই বিলিয়ন এঙ্গেজমেন্ট রেকর্ড করা হয়েছে।

নিউজটোয়েন্টিফোরের কনটেন্টের বৈচিত্র্য, শীর্ষস্থানীয় সংবাদ পরিবেশন এবং দর্শকদের সঙ্গে সক্রিয় যোগাযোগের ফলস্বরূপ এ অর্জনে আনন্দিন নিউজটোয়েন্টিফোর ডিজিটাল পরিবার। রমজান মাসে বিশেষ অনুষ্ঠান, টক শো এবং সংবাদ পর্যবেক্ষণের মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণ করা সম্ভব হয়েছে, যা এই বিশাল ভিউজ এবং এঙ্গেজমেন্টের মূল কারণ।

নিউজটোয়েন্টিফোরের ডিজিটাল কন্টেন্ট ও সোশ্যাল মিডিয়া টিম এই সাফল্যের জন্য সম্মানিত দর্শন ও পাঠকের অভিনন্দন জানাচ্ছে। ভবিষ্যতে আরও মানসম্পন্ন কনটেন্ট সরবরাহের জন্য নিউজটোয়েন্টিফোরের ডিজিটাল টিম প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।