ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঘাস কাটতে গেলেন চরে, ফেরার পথে নদীতে ডুবে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
ঘাস কাটতে গেলেন চরে, ফেরার পথে নদীতে ডুবে মৃত্যু কুমিল্লার বুড়িচং অংশের গোমতী নদীতে ডুবে একজনের মৃত্যু হয়েছে

কুমিল্লা: গোমতী নদীর কুমিল্লার বুড়িচং অংশে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে।

মৃত আবু ইউসুফ (৫৫) বুড়িচংয়ের এতবারপুরের ছোরত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আবু ইউসুফ ও তার ভাই হুমায়ূন কবির মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে গোমতী নদীর অপর প্রান্তে শ্রীপুরের চরে যান। সকাল আটটায় দুই ভাই কাটা ঘাস কোমরে বেঁধে নদী পার হওয়ার জন্য পানিতে নামেন। হুমায়ূন কবির নদীর কিনারে এসে আরেক ভাইকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে চিৎকার করে স্থানীয় লোকজনকে একত্রিত করে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে নিখোঁজের সন্ধানে নদীতে নামে। অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টায় নিখোঁজ হওয়া স্থানে আবু ইউসুফের মরদেহ ও ঘাসের বস্তাটি উদ্ধার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, খবর পেয়ে সকাল থেকে পুলিশের একটি দল ঘটনস্থলে যায়। এ বিষয়ে পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।