ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আখবোঝাই ভ্যান উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
বগুড়ায় আখবোঝাই ভ্যান উল্টে চালক নিহত

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আখবোঝাই একটি ভ্যান উল্টে এর চালক আব্দুল হাকিমের (৩২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম বগুড়া ধুনট উপজেলার ঝিনাই গ্রামের মোফাজ্জল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম আখবোঝাই ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।