ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২০ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও বাস

গোপালগঞ্জ: ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।  

শুক্রবার (৪ এপ্রিল) সকালে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের শুনাসুর এলাকায় ও ১০টায় সোনাকুড় এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন।  

অন্যদিকে, একই মহাসড়কের শুনাসুর এলাকায় সকাল ১০টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব‌্যাটারিচালিত একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে দুই গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গোপালগঞ্জ ২৫০ শয‌্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার মো. নাজমুল হক লস্কার বলেন, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।