ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ প্রতীকী ছবি

ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় বাসচাপায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

 

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে কারও পরিচয় জানা যায়নি।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বিকেলের দিকে চুরখাই এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় এলাকার লোকজন আহতাবস্থায় দুই শিশুসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীদের সহায়তায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা বাসটিকে আটক করে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।