ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নাতির খতনার অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার  

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
নাতির খতনার অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার  

মেহেরপুর: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ।  

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে গাংনী উপজেলা শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় এম এ খালেকের নাতির সুন্নতে খতনা উপলক্ষে পারিবারিক অনুষ্ঠান চলছিল।  

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, গাংনী থানা পুলিশের তদন্ত অফিসার আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় আধাঘণ্টা ব্যাপী তার বাড়িতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা  এম এ খালেককে গ্রেপ্তার করে। এসময় এমএ খালেকের বাড়ির সামনে বিপুল পুলিশ মোতায়েন করা হয়।

তবে কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা জানাননি ওসি।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক মাস হাজতবাসের পর জামিনে ছাড়া পেয়ে বাড়িতেই অবস্থান করছিলেন এম এ খালেক।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।