ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবীর এলাকায় মো. সানি (২৮) নামে এক যুবক কুপিয়ে ও গুলি করে আহত করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে মিরপুর পল্লবী ৬ নম্বর লেনে ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেলে আহত সানির খালাতো বোন রুমা আক্তার বলেন, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের ৫ নাম্বার লেনের মুড়াপাড়া ক্যাম্পে থাকেন। সানি এলাকায় শাড়ির কারচুপির কাজ করতো আবার মাঝে মাঝে অটোরিকশা চালাতো।
তিনি আরো বলেন, সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়েছিল সানি। একই এলাকার ৬ নম্বর লেনে গেলে স্থানীয় জনি, আবীর জাকির, আশিকসহ আরো কয়েকজন তার ডান পায়ে গুলি করে এবং মাথাসহ শরীরের কয়েক জায়গায় কুপিয়া আহত করে পালিয়ে যায়। পরে তার অটোরিকশার পাশাপাশি ১০ থেকে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, পল্লবী থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তার ডান পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। এবং মাথাসহ শরীরে কয়েক জায়গায় ধারালো অস্ত্রের রয়েছে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বিস্তারিত ঘটনা জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এজেডএস/এমএম