ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, এপ্রিল ৮, ২০২৫
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা

ঢাকা: গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।


 
এছাড়া ফিলিস্তিনে জঘন্য ও হিংস্র হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ নামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজার আগে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, এখনো গাজাসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েল ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা করছে।  

তিনি আরও বলেন, আমাদের এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে শোককে শক্তিতে পরিণত করতে হবে। প্রতিবাদকে কর্মসূচিতে পরিণত করতে হবে। সর্বোপরি এই যুদ্ধে জয়ী হতে হবে। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

এছাড়া বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

গায়েবানা জানাজায় বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, চিফ এস্টেট অফিসার ডা. এহতেশামুল হক তুহিনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
আরকেআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।