ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে হত্যা-অপহরণ-চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
নড়াইলে হত্যা-অপহরণ-চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ২৩

নড়াইলের কালিয়া থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় দুটি হত্যা মামলায় ১৮ জন, অপহরণ মামলায় একজন ও চাঁদাবাজি মামলায় একজনসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

পুলিশ জানায়, গত ১৫ মার্চ উপজেলার সিসিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাদের মোল্লার ছেলে হাসিম মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় কালিয়া থানা পুলিশ ও র‌্যাডিপ অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে গত ২৪ ঘণ্টায় এজাহারভুক্ত ১৬ জন আসামিকে গোপালগঞ্জ ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সিলিমপুর গ্রামের রিপন মোল্যা (৪৫), সাব্বির মোল্যা (২৩), ইমরুল মোল্যা (৩৫), হিসাম শেখ (৩৪), ইয়াসিন শেখ, রাজা শেখ, রাজুল শেখ (৩৫), মো. রকিবুল মোল্যা (৩২), হায়াত মোল্যা (২৭), মফিজুর মোল্যা (৫০), পারভেজ মোল্যা (৩০), ইয়াসিন মোল্যা (৩০), রেজা মোল্যা (৩০), আজান মোল্যা (৬২), বিকাশ মোল্যা (৪৪) ও লাকটু মোল্যা (৪৫)।

এছাড়া কালিয়া পৌরসভা এলাকার চাঁদপুর গ্রামের গৃহবধূ হত্যা মামলার দুই আসামিকে আটক করেছেন কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর তালুকদার।

অন্যদিকে আলাদা তিনটি অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটের মামলায় অন্যদের গ্রেপ্তার করে কালিয়া থানা পুলিশ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের নড়াইল আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।