ঝড়ো বাতাস ও মাঝ পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ে কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়ায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম নাসির হোসেন।
তিনি বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে নদীপথে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সাড়ে ৪টার দিকে ফেরি বন্ধ করে দেওয়া হয় এবং মাঝ নদীতে রো রো ফেরি গোলাম মাওলা আটকা পড়ে। নদীতে বাতাস ও উত্তাল ঢেউ কমে এলে আটকে থাকা ফেরি তীরে এসে নোঙর করে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় পুরো দমে ফেরি চলাচল শুরু হয়েছে।
** ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআরএস