ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সখীপুরে ধানক্ষেতে পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
সখীপুরে ধানক্ষেতে পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি একই এলাকার সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তাদের দুটি ছেলেমেয়ে রয়েছে।

স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপর দীর্ঘ সময় ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ধানক্ষেতে স্বজনরা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

তারা আরও জানান, বাড়িতে নিহতের ছেলে, মেয়ে আর শ্বশুর বাড়ির লোকজন রয়েছেন। কারো সঙ্গে কোনো ঝগড়া হয়নি। মরদেহে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে ওই নারীর হাতে সোনার গহনা ছিল।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।