ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবির চারুকলার শিক্ষার্থীর ঝুলন্ত লাশের পাশে চিরকুট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ঢাবির চারুকলার শিক্ষার্থীর ঝুলন্ত লাশের পাশে চিরকুট

ঢাকা: রাজধানীর হাতিরপুলের একটি বাসা থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়টির চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

প্রেমে ব্যর্থতার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে সোমবার রাত পৌনে আটটার দিকে হাতিরপুল ফ্রি স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বর বাড়ির ৯ম তলার একটি ফ্ল্যাটে পিনাকের মরদেহ পাওয়া যায়।  

তিনি জানান, দুই রুমের ফ্ল্যাটটিতে পিনাক এবং তার সহপাঠী জাহিদ হাসান থাকতেন। সন্ধ্যায় তার রুমমেট বাসায় ফিরে ফ্ল্যাটে ঢুকে পিনাক রঞ্জনের রুমটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে তিনি থানায় খবর দেন। পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ পায়। আইনি পক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক সহপাঠীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। গত একমাস আগে তার সাথে বিচ্ছেদ ঘটে। সেই কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। এছাড়া তার রুম থেকে একটি ডাইরিতে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি নোট পাওয়া গেছে। এছাড়া তিনি ফেসবুকেও একই কথা লিখে পোস্ট করেছিলেন।

সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যর যে কোনো সময় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এর বাইরেও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, মর্গে উপস্থিত তার সহপাঠী ও রুমমেট জাহিদ হাসান জানান, গতকাল সন্ধ্যায় তিনি অফিস থেকে বাসায় ফিরে পিনাকের রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এরপর তিনি অনেকক্ষণ ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের এবং প্রক্টোরিয়াল টিমকে বিষয়টি জানান এবং ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন।

তিনি জানান, তাদেরই এক সহপাঠীর সাথে পিনাকের প্রেমের সম্পর্ক ছিল। মাসখানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপরে কয়েকদিন মন খারাপ করে থাকলেও বর্তমানে তাকে দেখে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। হঠাৎ গতকালকে এই ঘটনা কি জন্য ঘটিয়েছে তা বলতে পারছি না।

তার বাড়ি ময়মনসিংহের সদর উপজেলায়। ঢাবির চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী তিনি। পড়ালেখার পাশাপাশি একটি চিত্রাঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শেখাতেন তিনি। সপ্তাহে শুক্র ও শনিবার সেখানে ক্লাস করাতেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ