ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১০০ টাকায় শিক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, আগস্ট ২৪, ২০২৫
১০০ টাকায় শিক্ষা

‘যেকোনো সময়ে যেখানেই থাকুন, ১০০ টাকায় শিখুন’ শ্লোগানকে সামনে রেখে ‘১০০ টাকায় শিক্ষা’ নামে নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। এর মাধ্যমে চাকরির প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি কিংবা দক্ষতা বিষয়ে কোর্স করা যাবে মাত্র ১০০ টাকায়।

সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে শিক্ষা ও সহ-শিক্ষায় ‘সহজ ও সাশ্রয়ী অংশগ্রহণ’ নিশ্চিত করতে ‘১০০ টাকায় শিক্ষা’ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। শিক্ষায় প্রযুক্তির ব্যাপক ব্যবহার, দূর-শিক্ষণের মাধ্যমে মানসম্মত শিক্ষার সুষম বিস্তার, সাশ্রয়ী খরচে মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমন উদ্যোগের ঘোষণা দেন প্ল্যাটফর্মটির উদ্যোক্তা আমিরুল মোমেনীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক আবছার কামাল এমন উদ্যোগকে সহযোগিতা করতে সরকারি বেসরকারি পর্যায়ের সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে তরুণদের এমন উদ্যোগ শত হতাশার মাঝেও আমাদেরকে আশার আলো দেখায়।

বিশেষ অতিথির বক্তব্যে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, মূল্যবোধ শিক্ষার মাধ্যমে মানবিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রেও এ প্ল্যাটফর্মকে কাজ করতে হবে। ১০০ টাকায় শিক্ষার মাধ্যমে লক্ষ্য লক্ষ্য শিক্ষার্থী উপকৃত হবেন বলে তিনি মন্তব্য করেন।

সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে শিখতে চাইলে সেবা গ্রহীতাকে www.100tkedu.org তে লগইন করতে হবে।

এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।