ঢাকা: জুলাই আন্দোলনের শহীদ জসীম উদ্দিনের মেয়ে লামিয়াকে ধর্ষণ ও পরবর্তীতে আত্মহত্যার ঘটনায় রাষ্ট্রীয় অবহেলার অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পাশাপাশি লামিয়ার ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ করিম মসজিদের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মোহাম্মদপুর এবং আদাবর থানা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী বলেন, বিগত কিছুদিন আগে আমাদের জুলাই আন্দোলনের শহীদ জসীম উদ্দিনের মেয়ে লামিয়া তার কবর জিয়ারত করে ফেরার সময় গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় দুই আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। লামিয়াকে ধর্ষণের একটি ভিডিও ফুটেজ গ্রেপ্তার আসামিদের কাছে আছে। কিন্তু সেই ফুটেজ এতদিনেও সংগ্রহ করতে পারেনি উপদেষ্টারা। এমনকি ওই ধর্ষকদেরও বিচার তারা এখনো করতে পারেনি। যেই উপদেষ্টারা জসীম ভাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন, তারা এখন পর্যন্ত ওই ধর্ষণকারীদের বিচার করতে পারেনি।
তিনি আরও বলেন, কিছুদিন আগে যখন আছিয়া ধর্ষণের শিকার হয়ে মারা গেছে, তখন দেশের বিপ্লবী ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল। তখন বিভিন্ন উপদেষ্টারা আমাদের আশ্বাস দিয়েছেন, খুব তাড়াতাড়ি বিচার হবে। কিন্তু যখনই আমরা আন্দোলন থেকে সরে গিয়ে ফিলিস্তিনের বিষয়ে আন্দোলনে নামলাম, তখনই দেখলাম ধর্ষকদের বিচারকাজ চাপা পড়ে গেল।
উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, যদি আপনারা ধর্ষকদের বিচার করতে পারেন করেন, তা না হলে আমাদের (জনগণ) মাঝে ছেড়ে দেন। আমরা তাদের বিচার করবো। আপনারা ধর্ষকদের বিচার করতে না পারলে পদ থেকে সরে যান।
আইনি সহায়তা পায়নি বলেই লামিয়া আত্মহত্যা করেছে অভিযোগ করে মো. ইমরান খান নামে এক শিক্ষার্থী বলেন, উপদেষ্টারা যদি ধর্ষণকারীদের বিচার করতে না পারে তাহলে তাদের চেয়ার ছেড়ে দেওয়া উচিত। আমরা সেখানে অন্য যোগ্য লোক বসাবো।
এ সময় সমাবেশ থেকে ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,‘ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘উই ওয়ান্ট জাস্টিজ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসসি/জেএইচ
বাংলাদেশ সময়: ৬:৪৬ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /