ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝটিকা মিছিলবিরোধী অভিযানে সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, এপ্রিল ২৮, ২০২৫
ঝটিকা মিছিলবিরোধী অভিযানে সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭

ঢাকা: রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযানে সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলমসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- তুরাগ থানা ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম বাবু (৪৯), বংশাল থানা ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওয়ারেজ সিকদার (৪৮), তুরাগ থানা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলম (৪০), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরী রানা (৫৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল সমন্বয়কারী জাহিদুল ইসলাম তুষার (৩০), তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো. রেজাউল করিম (৪৭)।

ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মো. জাফর আলমকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। ডিবি-মতিঝিল বিভাগের দল ইংলিশ রোড এলাকা থেকে মো. শাহেদ আলমকে গ্রেপ্তার করে। অন্যদিকে ডিবি-লালবাগ বিভাগের একটি দল বংশাল এলাকা থেকে মো. ওয়ারেজ সিকদারকে গ্রেপ্তার করে।

এছাড়া, ডিবি-রমনা বিভাগ গোপীবাগ এলাকা থেকে শহীদুল হক চৌধুরী রানাকে এবং ডিবি-উত্তরা বিভাগের একটি দল কামারপাড়া এলাকা থেকে মো. সিরাজুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে। ডিবি সাইবার বিভাগের একটি টিম শনির আখড়া এলাকা থেকে জাহিদুল ইসলাম তুষারকে এবং উত্তরা পূর্ব থানার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।