ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, মে ৬, ২০২৫
উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা

ঢাকা: রাজধানীর রাস্তায় প্রায়ই চোখে পড়ে উল্টোপথে যানবাহন চলাচল। আইন ভঙ্গকারী এসব যানবাহনের কারণে একদিকে যেমন সড়কে যানজটের সৃষ্টি হয়, অপর দিকে ঘটে দুর্ঘটনাও।

তাই এবার উল্টো পথে চলাচলকারী যানবাহনের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (৫ মে) একদিনে উল্টোপথে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৮টি মামলা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া ওইদিন অন্যান্য আইনভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে মোট ২ হাজার ৩২২টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সভ্যতা একটি জাতির মেরুদণ্ড। অথচ ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে অহরই উল্টোপথে চলতে দেখা যায়। এমনকি বাক-বিতণ্ডাসহ ট্রাফিক পুলিশের কাজে বাধা দেওয়ায় তাৎক্ষণিক কারাদণ্ডও ভোগ
করেছেন কেউ কেউ। তবুও সচেতনতার দৃষ্টি যেন খুলছে না। তবে বসে নেই ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (৫ মে) শুধু উল্টো পথে চলার কারণে ১৫৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ২ হাজার ৩২২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

তিনি আরও জানান, অভিযানকালে ২৭০টি গাড়ি ডাম্পিং ও ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনাকে সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সব চালক ও যাত্রীদের উল্টো পথে চলাচল এবং অননুমোদিত সড়কে প্রবেশ না করার জন্য আহ্বান করছে ডিএমপি। এছাড়া, ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা এড়িয়ে সড়কে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।