ঢাকা: রাজধানীর কাওরানবাজার রেললাইনে ট্রেনের ধাক্কায় লোকমান হোসেন প্রধানিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৭মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পথচারী আব্দুল্লাহ নোমান জানান, দুপুর ১২টার দিকে কারওয়ান বাজার মাছ বাজার সংলগ্ন রেললাইন পার হচ্ছিল ওই ব্যক্তি। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মৃত লোকমান হোসেনের স্বজনরা।
শ্যালক মো. তারেক জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামে। বর্তমানে মেরুল বাড্ডা এলাকায় থাকতো। সেখানে একটি বেকারির ম্যানেজার ছিল।
কমলাপুর উপ-পরিদর্শক এসআই মো. হারুনুর রশীদ জানান, কারওয়ান বাজার মাছ বাজার সংলগ্ন রেললাইনে ট্রেন ধাক্কায় প্রথমে আহত হয় ওই ব্যক্তি। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া গেলেও পরিচয় শনাক্ত হয়েছে।
তিনি জানান, কমলাপুর স্টেশনগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা যায় ওই ব্যক্তি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এজেডএস/জেএইচ