ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাত বিভাগীয় মেডিকেল কলেজের আধুনিকীকরণে ব্যয় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২১, মে ৮, ২০২৫
সাত বিভাগীয় মেডিকেল কলেজের আধুনিকীকরণে ব্যয় বাড়লো

ঢাকা: দেশের সাতটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং ব্যবস্থায় আধুনিকীকরণ কাজের ব্যয় ৫৪ কোটি ৭৮ লাখ ৯১ হাজার ১৫৩ টাকা বাড়িয়েছে সরকার। একই সঙ্গে ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট অ্যান্ড এফডিএমএন কম্যুনিটিস’ প্রকল্পের তিনটি প্যাকেজের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার।



বুধবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাইকার ওডিএ গাইড লাইনের আলোকে স্বাক্ষরিত পূর্ত কাজের চুক্তিপত্রের পিসিসি ১৩ দশমিক ৮ সংশোধনের মাধ্যমে চুক্তিমূল্য সমন্বয় করে সংশোধিত ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাইকার ওডিএ ঋণের চুক্তির কম্পোনেন্ট-২ এর আওতায় ‘৭টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং ব্যবস্থায় আধুনিকীকরণের পূর্ত কাজ যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং চায়না গেজহুবা গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে ৪০১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫৮ টাকায় ক্রয়ের চুক্তি করা হয়।

চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় পরিবর্তিত রেট সিডিউল অনুযায়ী মূল্য সমন্বয় প্রয়োজন হওয়ায় অতিরিক্ত  ৫৪ কোটি ৭৮ লাখ ৯১ হাজার ১৫৩ টাকা চুক্তিমূল্য সমন্বয়ের ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

মূল্য সমন্বয়ের কারণ হিসেবে বলা হয়েছে- ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে পণ্য মূল্য বৃদ্ধি, গণপূর্ত অধিদপ্তরের নতুন রেট সিডিউল অনুযায়ী বিভিন্ন আইটেমের একক মূল্য বৃদ্ধি, অর্থ বিভাগ কর্তৃক ২৩টি ক্যাটাগরির বিভিন্ন আইটেমের দর পুনঃনির্ধারণ, বরাদ্দ করা জায়গায় বিভিন্ন স্থাপনা ও গাছ থাকার কারণে তা অপসারণ করে চুক্তিপত্রের ক্রয়কারী প্রতিষ্ঠান ১৮০ দিনের মধ্যে স্থান বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি এবং কোভিড-১৯ মহামারির কারণে প্রকল্পে বিদেশি কনসালটেন্টরা বিদেশে অবস্থান করার কারণে দরপত্র মূল্যায়ন করে কার্যাদেশ প্রদানে বিলম্ব হয়।

এদিকে বৈঠকে ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট অ্যান্ড এফডিএমএন কম্যুনিটিস’ প্রকল্পের প্যাকেজ নং-এসডি-০৯ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ইউনিসেফ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৫৬ লাখ ৫০ হাজার ৮১০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৬৬ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৭৭০ টাকা।

পরামর্শক প্রতিষ্ঠানের কাজ হবে- কক্সবাজারের দুটি দুর্গম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মহেশখালী ও কুতুবদিয়া) এবং নোয়াখালীর একটি দুর্গম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাতিয়া) এবং চট্টগ্রামের একটি দুর্গম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সন্দ্বীপ) অতিরিক্ত জনবল সংস্থানের মাধ্যমে হোস্ট কমিউনিটির স্বাস্থ্য সেবার মানোন্নয়ন।

এছাড়া বৈঠকে আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট অ্যান্ড এফডিএমএন কম্যুনিটিস’ প্রকল্পের প্যাকেজ নং-এসডি-১০ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। আইওএম-কে ৩৫ কোটি ১০ লাখ টাকায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের কাজ হবে- চট্টগ্রাম বিভাগে বসবাসকারী জনগণের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে যোগ্য চিকিৎসক ও সহায়তা কর্মী সংস্থানের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট অ্যান্ড এফডিএমএন কম্যুনিটিস’ প্রকল্পের প্যাকেজ নং-এসডি-১৩ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের আরেকটি ক্রয় প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ইউনিসেফ। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৫২ লাখ ৩২ হাজার ৯৫৭ টাকা।

পরামর্শক প্রতিষ্ঠানের কাজ হবে- বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার মাধ্যমে টিকাদান ও ব্যাপকভাবে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর স্বাস্থ্য পরিষেবার পরিধি বিস্তৃত ও উন্নয়ন করা।

জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।