ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উল্লাসে ফেটে পড়লেন বিক্ষোভকারীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, মে ১০, ২০২৫
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উল্লাসে ফেটে পড়লেন বিক্ষোভকারীরা

ঢাকা: তীব্র আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই খবর পাওয়ার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা।  

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন।   তারা শুরুতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে সমাবেশ এবং শাহবাগ মোড় অবরোধ করেন।  

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শাহবাগ মোড় থেকে আল্টিমেটাম দেন হাসনাত।

এদিকে বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকে উপদেষ্টা পরিষদ।  

দীর্ঘ অবরোধ ও অবস্থান কর্মসূচির পর অবশেষে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা এলো। এই ঘোষণার খবর পাওয়ার সাথে সাথে আনন্দ মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা।  

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত তিন দিন ধরে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীসহ ছাত্র-জনতা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত জানাল।

এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।