ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বললেন উপদেষ্টা মাহফুজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, মে ১১, ২০২৫
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বললেন উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা মো. মাহফুজ আলম/ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হলো।

আইনি প্রক্রিয়ায় দল হিসাবে নিষিদ্ধ করার প্রভিশন যুক্ত হলো। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে।

শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে এ কথা লেখেন উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।