ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

টিভি-নিউজ পোর্টালে হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিও প্রচারের অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, মে ১১, ২০২৫
টিভি-নিউজ পোর্টালে হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিও প্রচারের অনুরোধ

ঢাকা: হজ চলাকালীন প্রতিদিন সুবিধাজনক সময়ে দেশের সব সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল/নিউজ পোর্টালে হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিওটি (সংযুক্ত) একাধিকবার প্রচারের জন্য অনুরোধ করেছে সরকার৷

রোববার (১১ মে) তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার ও ডিউটি অফিসার সংবাদকক্ষ (বিকালের পালা) মু. সুমন মন মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও নিউজ পোর্টালসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিওটি (সংযুক্ত) হজ চলাকালীন প্রতিদিন সুবিধাজনক সময়ে একাধিকবার প্রচারের জন্য অনুরোধ করা হলো।

এদিকে তথ্য অধিদপ্তরের নিউজ রুমে সকাল ও বিকালের শিফটে যারা ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা হজ অ্যাপ ‘লাব্বাইক’ প্রচারের বিষয়ে টিভি চ্যানেলগুলোর সঙ্গে কথা বলবেন। কে কার সঙ্গে কত নাম্বারে ফোনে কথা বলেছেন, তা লিপিবদ্ধ করে রাখবেন। বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত অফিসারদের ক্ষেত্রেও তা সমভাবে প্রযোজ্য হবে জানানো হয়েছে৷ 

জিসিজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।