ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

শান্ত-মারিয়াম ও নর্দার্ন ইউনিভার্সিটির দুর্নীতি অনুসন্ধানে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, মে ১৩, ২০২৫
শান্ত-মারিয়াম ও নর্দার্ন ইউনিভার্সিটির দুর্নীতি অনুসন্ধানে দুদক

প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎপূর্বক রাজস্ব ফাঁকিসহ নানা অভিযোগে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও নর্দার্ন ইউনিভার্সিটির দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ মে) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বিরুদ্ধে বিধি-বিধান লঙ্ঘন করে নিজস্ব আয়ের ৩৪৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৪৯৬ টাকা শান্ত-মারিয়াম ফাউন্ডেশনে হস্তান্তর ও প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ১০২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। ইতোমধ্যে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।

দুদক কর্মকর্তা আরও জানান, নর্দার্ন  ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটির টাকা আত্মসাৎ করে মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হচ্ছে।

এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।