ঢাকা: রাজধানীর গুলশান লেকপাড় এলাকায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীর দাবি, চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা তাকে গুলি করেছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুর সোয়া ২টার দিকে গুলশান-১ লেকপাড়ের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
আহত শরিফুল আলম করিম জানান, পেশায় তিনি নার্সারি ব্যবসায়ী। মহাখালী এলাকায় তার নার্সারি ব্যবসা রয়েছে। দুপুরে বাসা থেকে বাসে করে মহাখালী যাচ্ছিল। পথে জ্যাম দেখে গুলশান এলাকায় নেমে হাঁটতে ছিল। এ সময় তিন থেকে চারজন মাস্ক পরিহিত যুবক আমাকে ডেকে বলে এদিকে আসেন কথা আছে। না যেতে চাইলে জোর করে নিয়ে যায়। একপর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে আমার পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, গত একমাস আগে পিচ্চি রুবেল নামে এক সন্ত্রাসী ফোনকলে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ধারণা করা হচ্ছে, সেই চাঁদা দিতে অস্বীকার করায় তার লোকজন আজ আমাকে গুলি করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পে নতুন ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ওই ব্যক্তির পেটের বাম পাশে গুলির চিহ্ন আছে। তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
এজেডএস/এএটি