ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

নেদারল্যান্ডস থেকে শাবাব বিন আহমেদকে ঢাকায় ফেরার নির্দেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, মে ২২, ২০২৫
নেদারল্যান্ডস থেকে শাবাব বিন আহমেদকে ঢাকায় ফেরার নির্দেশ

ঢাকা: নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (স্থানীয়) শাবাব বিন আহমেদকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উপ-হাইকমিশনার পদে তার বদলি আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) নওরিদ শারমীন সই করা এক অফিস আদেশে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে (শাবাব বিন আহমেদ) সদর দপ্তর ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্বভার (মিনিস্টার বাংলাদেশ দূতাবাস, দ্যা হেগ) ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। গত ২১ নভেম্বর আপনার অনুকূলে জারিকৃত কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উপ-হাইকমিশনার পদে আপনার বদলি আদেশ বাতিল করা হলো।

ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যোগদানের আগেই দীর্ঘদিনের রীতি ভেঙে ঈদুল আজহায় কোরবানি বন্ধের নির্দেশ দেন ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ। তার এই পদক্ষেপের ফলে কলকাতায় বাংলাদেশ মিশনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একজন পেশাদার কূটনীতিক হিসেবে শাবাবের দেওয়া এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। এমন পরিস্থিতিতে সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করল।

টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।