ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

বাড্ডায় গুলিতে আহত ব্যক্তি মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, জুন ১৫, ২০২৫
বাড্ডায় গুলিতে আহত ব্যক্তি মারা গেছেন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বাড্ডায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জের ধরে গুলিতে আহত আনোয়ার হোসেন (৪০) মারা গেছেন।  

গুলিবিদ্ধ হওয়ার এক মাস আট দিন পর রোববার (১৫ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢামেকের ২১৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার জানান, আনোয়ারের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম। আনোয়ারের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। আনোয়ার ও জব্বার বাড্ডার বৈঠাখালি এলাকায় বসবাস করতেন। সেখানেই আনোয়ারের একটি গরুর ফার্ম ছিল।  গত ৮ মে রাত সাড়ে ১১টার দিকে বাড্ডার আনন্দনগর টেকপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। তার শরীরে কয়েকটি গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল ও পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে গত ১২ জুন আবার তাকে ঢামেকে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে আনোয়ারের বিরোধ চলছিল। এর জের ধরে মাদক কারবারি নয়ন, সালাউদ্দিন, দেলোয়ারসহ কয়েকজন মিলে তাকে গুলি করেছিল। যার ফলে তার মৃত্যু হয়েছে।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।