ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রাকিবুল হাসান নামে এক ভিপি প্রার্থী মাত্র এক ভোট পেয়েছেন। তবে এটি তার নিজের ভোট নয়।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন রাকিবুল।
রাকিবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। নির্বাচনের কেন্দ্রীয় ফলাফল অনুযায়ী এবারের ডাকসুতে তিনি এক ভোট পেয়েছেন।
হিসেব অনুযায়ী, তাকে ভোটটি দিয়েছেন রোকেয়া হলের এক নারী শিক্ষার্থী। ভোট পেয়ে রাকিব নিজেই অবাক হয়েছেন।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, যেখানে আমি নিজেই নিজেকে ভোট দেইনি। অন্যদিকে যে বা যারা ভোট দিতে চেয়েছিল, তাদেরও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলাম। তবুও রোকেয়া হলের কে যেন অতি উৎসাহী হয়ে আমায় একটা ভোট দিয়েছেন।
যেই ভোটার তাকে ভোট দিয়েছেন, তাকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেন রাকিবুল হাসান। তিনি বলেন, যাই হোক, যিনি আমাকে ভোটটা দিয়েছেন তিনি যদি আমার বন্ধু তালিকায় থাকেন, দয়া করে আমাকে ইনবক্স করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই!
এফএইচ/আরআইএস