দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজের কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর ও জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বাংলানিউজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইনামুল হক সাগর বলেন, বাংলানিউজের এখন কৈশর চলছে। সাহসে ষোলয় বাংলানিউজের যে পদচারণা, তা আরও বেশি অবারিত ও বিস্তৃত হোক এবং সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুক। বাংলানিউজ যেভাবে মানুষকে আপডেট করছে প্রতিনিয়ত তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে, এই ধারাটা যেন ধরে রাখে। পাশাপাশি সাহসিকতার সঙ্গে আরও সামনের দিকে এগিয়ে যাক। উত্তরোত্তর আরও সমৃদ্ধি, সাফল্য এবং আরও মানুষের কাছাকাছি গিয়ে কাজ করবে বলে প্রত্যাশা করছি।
২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’ আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলানিউজ পরিবারের।
বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা সব সময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।
এসসি/এমজেএফ