দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে শুভেচ্ছা জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
মঙ্গলবার (১ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজের অফিসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম কো-অরডিনেটর ডা. অরুনা সরকার এবং সিনিয়র কমিউনিকেশন অফিসার আবু জাফর এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলানিউজ অনলাইন সংবাদ জগতে অপ্রতিদ্বন্দ্বী একটা সংবাদ মাধ্যম। আমি বাংলানিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করি। বাংলানিউজের ১৬ বছরে পদার্পন উপলক্ষে আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পক্ষ থেকে জানাছি আন্তরিক অভিনন্দন।
আশা করছি বাংলানিউজ আগামী দিনে অতিতের মতোই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মনে প্রথম স্থান অর্জন করে নেবে।
বাংলানিউজ আজ ১৬ বছরে পদার্পন করেছে। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলানিউজ আজ সাফল্যের শীর্ষে অবস্থান করছেন। আজকের শুভদিনে বাংলানিউজের সব সাংবাদিক, কলামিস্টসহ সবাইকে অভিনন্দন জানাই।
ষোল বছরে পদার্পণ উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, ফ্যাসিবাদের প্রায় দেড় দশকেরও বেশি সময় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে দেশের গণমাধ্যমকে। এর থেকে রেহাই পায়নি বাংলানিউজও। তারপরও এ প্রতিষ্ঠান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে দেশ-জাতির সেবায় ব্রত থাকার চেষ্টা করেছে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় দেশের ক্রান্তিকালে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখিয়েছে বাংলানিউজ। এই দৃঢ়চেতা অবস্থানের পেছনে বাংলানিউজের শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। তাদেরই প্রেরণাকে পুঁজি করে বাংলানিউজ ভবিষ্যতে এই কাজটি আরও বিস্তৃত পরিসরে করতে দৃঢ়প্রত্যয়ী।
২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) এই সংবাদ প্রতিষ্ঠান।
দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’ আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলানিউজ পরিবারের।
বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা এর সবসময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।
আরকেআর/আরএ