ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুলাই ৫, ২০২৫
সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক এটিএম শামসুল হুদা

ঢাকা: এক-এগারো সরকারের সময়কার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৫ জুলাই) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুক হক গণমাধ্যমে এ শোক বার্তা পাঠিয়েছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ বর্তমানে ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদান করেন। কর্মজীবনে তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।

এ কমিশনই ছবিযুক্ত ভোটার তালিকা, পরবর্তী জাতীয় পরিচয়পত্র প্রকল্প হাতে নেয়। ইসির নিজস্ব কোনো ভবন ছিল না, ছিল না মাঠ পর্যায়ের কার্যালয়। শামসুল হুদা কমিশনই আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও মাঠ পর্যায়ে কার্যালয়ের ব্যবস্থা করেন।

এছাড়া নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারসহ ভোট ব্যবস্থায় নানা আধুনিকায়ন, জনবল বৃদ্ধিসহ আইনি নানা পরিবর্তন সাধিত হয় তাদের আমলেই।

ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।